ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ মহাসড়কে চলছে না বাস, পণ্যবাহী ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ মহাসড়কে চলছে না বাস, পণ্যবাহী ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক

বিএনপির ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার সকাল থেকেই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ককে যাত্রীবাহী বাস তেমন চলাচল করেনি। তবে পণ্যবাহী পরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা সদর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া জেলা উপজেলা শহরগুলোতে অবরোধের কোন প্রভাব পড়েনি। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট ছিল স্বাভাবিক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী আলোকিত বাংলাদেশকে বলেন, মহাসড়কে যাত্রীবাহী বাসের পরিমাণ অনেক কম। তবে পণ্যবাহী ট্রাক, পিকআপ, লরি, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি চলাচল করছে। পুলিশ স্কোয়াড দিয়ে গাড়িগুলো পার করে দিচ্ছে। সকাল থেকে মহাসড়কের কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন ও টহল জোরদার রয়েছে। এদিকে জেলা ও উপজেলা শহরে অবরোধ বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ,যানবাহন,স্বাভাবিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত